চোপড়ায় পুলিশের গুলিতে জখম ২

ইসলামপুর, ২৪ মেঃ চোপড়া থানার চোপরামারী এলাকায় পুলিশের গুলিতে ২ কংগ্রেস কর্মী জখম হয়েছেন। বৃহস্পতিবার দলের তরফে এমনটাই দাবি করা হয়েছে। ঘটনায় জখম সামিরুল এবং আরিফুলকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ, এদিন তৃণমূল এলাকার দখল নেওয়ার চেষ্টা করে। সেই সময় পুলিশ সেখানে পৌঁছায়। কংগ্রেসের দাবি, তৃণমূলের লোকজন তাদের ওপর গোলিগুলি শুরু করে। প্রতিরোধ করতে গেলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এদিকে ঘটনার পর থেকে এলাকায় ত্রিপাক্ষিক গুলি বিনিময়ের ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে। একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ইসলামপুর থেকে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ বাহিনী এলাকায় নামানো হয়েছে। উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার শ্যাম সিং এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করতে চাননি।

সংবাদদাতাঃ অরুণ ঝা



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2J3KEJh

May 24, 2018 at 05:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top