খেলোয়াড় থেকে রাজনীতিবিদ, ভারতে টুইটার ব্যবহাকারীদের মধ্যে শরীরচর্চার ভিডিও আপলোড করার হিড়িক পড়েছে। একজন ভিডিও পোস্ট করে চ্যালেঞ্জ ছুড়ছেন অন্যদের। এ তালিকায় সামিল হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। বুধবার ভারতের জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলি নিজের শরীরচর্চার ভিডিও পোস্ট করে চ্যালেঞ্জ করেন মোদি, ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও তার স্ত্রী আনুশকা শর্মাকে। নরেন্দ্র মোদি বৃহস্পতিবার টুইটারে জানিয়েছেন তিনি কোহলির চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। মোদি লিখেছেন, বিরাট আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি। আমি শীঘ্রই নিজের ফিটনেস চ্যালেঞ্জ ভিডিও শেয়ার করবো। আরও পড়ুন: আনুশকা খুবই ধার্মিক, ও আমার জীবন বদলে দিয়েছে : বিরাট তথ্যসূত্র: বিবিসি আরএস/০৯:০০/ ২৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2s8porD
May 24, 2018 at 09:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top