ঢাকা, ০৯ মে- ১৫৭তম রবীন্দ্র জন্মজয়ন্তী ছিলো মঙ্গলবার(৮ মে)। এদিনকে কেন্দ্র করে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে ১৩তম বারের মতো অনুষ্ঠিত হয় ইগলু-চ্যানেল আই রবীন্দ্র মেলা। দিনভর নানা আয়োজন ছিলো রবীন্দ্রনাথকে কেন্দ্র করে। আর এই আয়োজনেই অবমুক্ত হয় তিনটি রবীন্দ্র সংগীতের অডিও ও ভিডিও অ্যালবাম। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষ্যে অ্যালবাম গুলো নিয়ে এসেছে ইমপ্রেস অডিও ভিশন। বর্ণাঢ্য আয়োজনে মঙ্গলবার বেলা ৩টায় চ্যানেল আই চেতনা চত্বরে বেলুন উড়িয়ে, গলায় রবীন্দ্র ছবি স্বম্বলিত উত্তরীয় জড়িয়ে ছোট ছোট বাহারি স্টল, গান-নাচ-আবৃত্তি আর শিশু-কিশোর চিত্রাঙ্কনে শুরু হয় ১৩ তম ইগলু-চ্যানেল আই রবীন্দ্র মেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, নাট্যজন আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সংগীতজ্ঞ আজাদ রহমান, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক মেজর (অব.) কামরুল ইসলাম ভূঁইয়া, কবি ও সংসদ সদস্য কাজী রোজী, অভিনেত্রী আফসানা মিমি, রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী, ইগলুর প্রধান নির্বাহী জিএম কামরুল হাসান প্রমুখ। আর এখানেই রবীন্দ্র সংগীতের তিনটি অ্যালবাম অবমুক্ত করা হয়। এরমধ্যে রেজওয়ানা চৌধুরীর রবীন্দ্রসংগীতের অডিও অ্যালবামের নাম বনে এমন ফুল ফুটেছে। শিমু দের অ্যালবাম সাগর পাড়ের সুর এবং সেরা কণ্ঠ কোনালের রবীন্দ্রসংগীতের ভিডিও আর্ট একলা চলো রে। এরমধ্যে কোনালের একলা চলো রে গানটি মিউজিক ভিডিও হিসেবে এসেছে। যা অ্যালবাম ছাড়াও চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলেও প্রকাশ পেয়েছে। এমএ/ ১০:০০/ ০৯ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2rxeDQ4
May 10, 2018 at 04:07AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন