ঢাকা, ০৯ মে- অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অভিনেত্রী জয়া আহসান। তার কোলে রয়েছে কুকুর। এমন ছবি দেখে যে কারো কৌতুহল জাগতেই পারে। কিন্তু জয়া আহসানকে যারা চেনেন তারা তো জানেন কুকুর, বিড়াল ভালোবাসেন এই অভিনেত্রী। জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর- এই মন্ত্রে দীক্ষিত অভিনেত্রী জয়া আহসান সবার প্রতি পশুপাখির যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন। বেওয়ারিশ কুকুর-বিড়ালের অধিকার রক্ষায় করণীয় বিষয়ে মঙ্গলবার রাজধানীর মহিলা সমিতির সভাকক্ষে এক গোলটেবিল বৈঠকে নিজের অবস্থান জানান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি বলেন, জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। এটা তো আমাদের মানবিক দায়িত্ব পশুপাখির যত্ন নেওয়া। তারা আমাদের সমাজেরই অংশ। আমি সবাইকে বলব, নিজেদের অবস্থান থেকে এসব পশুপাখির পাশে থাকুন, চেষ্টা করুন। শিশু দত্তক নেওয়ার মতো পশুপাখি পালনের ক্ষেত্রে আইন হওয়া উচিত বলে মনে করেন এই অভিনেত্রী। বিপদাপন্ন পশুপাখি উদ্ধার করে সেবাদাতা প্রতিষ্ঠান রবিনহুড এই গোলটেবিলের আয়োজন করে। অনুষ্ঠানের পুরো সময় একটি কুকুর কোলে নিয়ে বসে ছিলেন জয়া। এমএ/ ০৮:৩৩/ ০৯ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2wt1bBx
May 10, 2018 at 02:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top