লন্ডন, ০৫ মে- ব্রিটেনের স্থানীয় কাউন্সিল নির্বাচনে লন্ডনের মার্সি সাইড এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী সিলেটী মেয়ে মানসিয়া উদ্দিন। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ১ হাজার ১শ ২৬ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ পার্টির প্রার্থী জন কানলিফ পান ৫৯২ ভোট। সিলেটের মেয়ে মানসিয়া উদ্দিনের গ্রামের বাড়ী দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামে। মানসিয়ার জন্মের ২ বছর পুর্বেই তার বাবা ফখরুল ইসলাম পরিবারসহ ব্রিটেনে পাড়ি জমান। রাজধানী লন্ডনেই মানসিয়ার জন্ম। সেখান থেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন তিনি। লেখাপড়ার পাশাপাশি তিনি ব্রিটেনের লেবার পার্টির রাজনীতির সাথে যুক্ত হন। মানসিয়া উদ্দিনের চাচা শিব্বির আহমদ সিলেট ব্যাডমিন্টন একাডেমির পরিচালক। সিলেটভিউয়ের সাথে আলাপকালে তিনি জানান, মানসিয়া বেশ কয়েকবার বাংলাদেশে এসেছিল। লেবার পার্টি থেকে কাউন্সিলর মনোনীত হওয়ার মাধ্যমে সে ব্রিটেনে অবস্থানরত বাঙ্গালীদের জন্য কাজ করার সুযোগ পাবে বলে জানান তিনি। তার মাধ্যমে বাঙালিরা আরও বেশি সেবা পাবেন বলে আশাপ্রকাশ করেন তিনি। উল্লেখ্য, বৃহস্পতিবার ইংল্যান্ডের দেড়শ কাউন্সিলে নির্বাচন হয়। এতে সিলেটের মানসিয়া এবং সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদপত্নী নাজমা রহমানসহ অন্ততঃ ১৬ ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হন। এমএ/ ১১:০০/ ০৫ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KDD2uY
May 06, 2018 at 05:10AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন