নিউজার্সি, ০৫ মে- প্রযুক্তি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে নতুন প্রজন্মের সফলতার জন্য সম্মাননা পদক পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকার নাগরিক নিশাত জেবিন চৌধুরী। গত ২ মে নিউজার্সির হোমডেল শহরে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ পদক দেওয়া হয়। নিউজার্সি টেকনোলজি সার্কেল নামের একটি প্রতিষ্ঠান রাজ্যের মেলেনিয়াল জেনারেশনের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিতে অনন্য সাফল্যের জন্য এ সম্মাননা দিয়ে থাকে। ২৪ থেকে ৩৬ বছর বয়সীদের মধ্যেকার পদকপ্রাপ্তদের মনে করা হয়, ভবিষ্যতে এরা বিজ্ঞান ও প্রযুক্তিতে নেতৃত্ব প্রদান করবে। পেশাগত উৎকর্ষ এবং প্রযুক্তির ক্ষেত্রে সম্ভাবনার দিকে লক্ষ্য রেখে মেলেনিয়াল প্রজন্মকে সামনে নিয়ে আসার জন্য কাজ করছে নিউজার্সি টেকনোলজি সার্কেল। নিউজার্সির নিউ ব্রানসউইকে বসবাসরত নিশাত চৌধুরী ব্যবসায়ী মোহাম্মদ চৌধুরী এবং তাহনিনা চৌধুরীর মেয়ে। প্রযুক্তিবিদ নিশাত আই সি আই এম এস নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে সিনিয়র এনালিস্ট হিসেবে কর্মরত। রাটগার্টস ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট নিশাত কর্মক্ষেত্রে দ্রুত সাফল্য ও স্বীকৃতি পেয়েছেন। প্রথম আলোকে দেওয়া এক প্রতিক্রিয়ায় নিশাত বলেন, আমার সাফল্যে মা-বাবা এবং আত্মীয়স্বজন খুশি হওয়ায় আমার ভালো লাগছে। আমাদের প্রতিটি সাফল্যে মা-বাবা, আত্মীয়স্বজন ও প্রবাসী শুভাকাঙ্ক্ষীরা যে খুশি হন, তা দেখে আমি অনুপ্রাণিত বোধ করছি। সূত্র: প্রথম আলো আর/১০:১৪/০৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2rjDnKC
May 06, 2018 at 04:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top