প্রবল বন্যায় মৃত ১৩২, ঘরছাড়া ২,২২,৪৫৬ জন

নাইরোবি, ১০ মেঃ মার্চ থেকে টানা বৃষ্টিতে প্লাবিত হয়ে দক্ষিণ কেনিয়ার নাকুরু কাউন্টিতে  বুধবার পর্যন্ত ১৩২ জনের মৃত্যুর খবর মিলেছে।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৩২টি মৃতদেহ উদ্ধার করা গিয়েছে বলে জানিয়েছেন রোঙ্গাইয়ের পুলিস প্রধান জাফেঠ কিওকো। তিনি জানিয়েছেন, প্লাবনে ১৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।  এছাড়াও পশ্চিম কেনিয়াতে কমপক্ষে ২২,২৪৫,৬ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার সকাল থেকে রেড ক্রস এবং নাকুরু কাউন্টি বিপর্যয় মোকাবিলা দপ্তর ফের জোরকদমে চলছে উদ্ধারকাজ।  লাগাতার বৃষ্টিতে বুধবার একটি বাঁধের জলাধারে জলস্তর বেড়ে গিয়ে বাঁধের দেওয়ালে চাপ পড়ে ফাটল ধরে যায়।  যার ফলে বন্যায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2I3W5kC

May 10, 2018 at 06:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top