পূর্ত কেলেঙ্কারি মামলায় গ্রেফতার কেজরীবালের আত্মীয়

নয়াদিল্লি, ১০ মেঃ পূর্ত দপ্তরে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে দিল্লি-র মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের এক আত্মীয়কে গ্রেফতার করল দুর্নীতি-দমন বিভাগ (এসিবি)।

এসিবি-র এক শীর্ষ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে উত্তর-পশ্চিম দিল্লির পিতমপুর অঞ্চলের বাসভবন থেকে কেজরীবালের শ্যালক পুত্র বিনয় বনসলকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আম আদমি পার্টি। দলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি কালিমালিপ্ত করা এবং তাঁর আত্মীয়কে হয়রান করাই লক্ষ্য পুলিশের।

গত বছরের মে মাসে পূর্ত দপ্তর কেলেঙ্কারি মামলায় তিনটি এফআইআর দায়ের করেছিল এসিবি। এর মধ্যে একটি এফআইআর ছিল কেজরীবালের শ্যালক সুরেন্দ্র বনসালের সংস্থা রেণু কনস্ট্রাকশনসের বিরুদ্ধে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IcQkx7

May 10, 2018 at 05:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top