অবৈধ বোলিং অ্যাকশন নির্ধারণের প্রক্রিয়া কতটা বৈধ, সেই প্রশ্নই মোহাম্মদ হাফিজের। তিন তিন বার অবৈধ অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়ে মুক্তি পাওয়া পাকিস্তানি অলরাউন্ডার এবার রীতিমতো ধুয়ে দিয়েছেন আইসিসির এই কার্যপ্রক্রিয়া। তার দাবি, এই প্রক্রিয়ায় নির্দিষ্ট কয়েকজন বোলারের উপরেই ক্ষোভ ঝাড়া হচ্ছে। বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাতকারে হাফিজ সরাসরিই আঙুল তুলেছেন প্রভাবশালী কয়েকটি বোর্ডের দিকে। যাদের খুশি রাখতে আইসিসি কাজ করে যাচ্ছে বলে মনে করছেন তিনি, অনেক বিষয় এই জায়গায় প্রভাব ফেলে (সন্দেহজনক অ্যাকশনে অভিযুক্ত করার ক্ষেত্রে)। কিছু শক্তিশালী বোর্ডের প্রভাব রয়েছে, যাদের কেউ ঘাঁটাতে চায় না। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের জন্য একটু নমনীয়তা এবং সম্পর্ক নষ্ট না করার একটা প্রবণতা রয়েছে। আমি জানতে চাই, কেন বিশ্বের সব বোলারকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে (বোলিং অ্যাকশন পরীক্ষা) নেয়া হচ্ছে না? এটা আর এমন কি কঠিন কাজ? গত বছরের অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে হাফিজের অ্যাকশন নিয়ে তৃতীয়বারের মতো প্রশ্ন তুলেন আম্পায়াররা। এরপর অ্যাকশন শুধরে ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয় পরীক্ষাগারে নিজেকে শুদ্ধ প্রমাণ করেন তিনি। পাকিস্তানি অফস্পিনার জানিয়েছেন, এবার বোলিং অ্যাকশন নিয়ে এবার সন্দেহ হওয়ার পর পরীক্ষাগারে দেখা গেছে, তার কনুই অনুমোদিত ১৫ ডিগ্রির থেকে খুব সামান্যই বেশি ভাঙছে, যেটা খালি চোখে ধরা পড়ার কথা না। এই জায়গাটাতেই সন্দেহ হাফিজের। মাঠের আম্পায়াররা কিভাবে এত সূক্ষ্ণ ব্যাপার খেয়াল করেছেন, প্রশ্ন তুলেছেন তিনি, যখন ম্যাচ আম্পায়াররা আমাকে বললেন (সন্দেহজনক অ্যাকশনের জন্য), আমি পরীক্ষাগারে গিয়ে দেখলাম ১৬, ১৭ বা ১৮ ডিগ্রি কনুই ভাঙছে। আমি বিস্মিত হলাম, কিভাবে একজন খালি চোখে ১৫ আর ১৬-এর পার্থক্য ধরতে পারেন? অথচ তারা ২৫ কিংবা ৩০ ডিগ্রির বেশি কনুই ভাঙাও ধরতে পারেন না। আইসিসির এই প্রক্রিয়া নিয়ে তাই ভীষণ সন্দেহ হাফিজের। অন্যদের বেলায় ৩৫ ডিগ্রিও যেখানে ধরতে পারছেন না, সেখানে তার ১৬ ডিগ্রিকে কেন আম্পায়াররা কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, বিষয়টায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন হাফিজ, এই প্রক্রিয়াটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এটা সন্দেহ করার মতোই। কেন ম্যাচ রেফারি বা মাঠের আম্পায়াররা ৩৫ ডিগ্রির বেশি কনুই ভাঙাদের দেখছেন না, কিন্তু আমার ১৬ ডিগ্রি ভাঙা ঠিকই দেখছেন। সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/১৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KXxrQz
May 13, 2018 at 11:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top