এই মৌসুমে মোহাম্মদ সালাহর প্রাপ্তির খাতায় যোগ হলো আরও একটি অ্যাওয়ার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুলের এই ফরোয়ার্ড। লিগে এবার ৩৫ ম্যাচ খেলে ৩১ গোল করেছেন সালাহ। রবিবার শেষ ম্যাচ খেলবেন তিনি ব্রাইটন হোভ অ্যান্ড অ্যালবিওনের বিপক্ষে। গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে নিকট প্রতিদ্বন্দ্বী হ্যারি কেনের চেয়ে ৩ গোলে এগিয়ে মিশরীয় ফরোয়ার্ড। ম্যানইউর দাভিদ দে গেয়া, হ্যারি কেন, জেমস তারকভস্কি, কেভিন ডি ব্রুইন ও রহিম স্টারলিংকে হারিয়ে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন সালাহ। মাইকেল ওয়েন ও লুই সুয়ারেসের পর লিভারপুলের তৃতীয় খেলোয়াড় হিসেবে মৌসুমসেরা হলেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। বিশেষজ্ঞ, লিগ ক্লাবের অধিনায়ক ও ভক্তদের নিয়ে গঠিত প্যানেলের সর্বোচ্চ ভোটে সেরা হয়েছেন সালাহ। এই সাফল্যে উচ্ছ্বসিত তিনি, আমি খুব খুশি, এই পুরস্কার জেতা সম্মানের। প্রথমবার সফল হতে পারিনি বলেছিল যারা, তাদের সামনে নিজের সামর্থ্য প্রমাণ করতে প্রিমিয়ার লিগে ফেরার কথা সবসময় মাথায় ছিল। এই মৌসুমে দারুণ পারফরম্যান্সের জন্য কোচ ইয়ুর্গেন ক্লপের প্রতি কৃতজ্ঞ সালাহ, সবকিছুর আগে আমরা ভালো বন্ধু, আমি তাকে অনেক পছন্দ করি। আমি এখন যা করছি সেটার জন্য তিনি আমাকে অনেক সহায়তা করেছেন, মাঠে ও মাঠের বাইরে। এই বছর তিনি যা করেছেন, তার জন্য তাকে ধন্যবাদ বলতেই হবে। শেষটা রাঙাতে চান এই লিগ মৌসুমের শীর্ষ গোলদাতা। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দারুণ কিছু করতে আশাবাদী তিনি, কিন্তু এখনও দুই ম্যাচ হাতে আছে, আমাদের এটা নিয়ে ভাবতে হবে। আমি সত্যিই তাকে (ক্লপ) অনেক শ্রদ্ধা করি। আমি নিশ্চিত এ বছর ক্লাবের জন্য আমরা বিশেষ কিছু করতে যাচ্ছি। এর আগে পিএফএ ও এফডব্লিউএর সেরা ফুটবলার হয়েছেন সালাহ। সূত্র: ইএসপিএনএফসি আর/১৭:১৪/১৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GcrWtE
May 13, 2018 at 11:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top