ভারত আনে নেনু। দক্ষিণী ইন্ডাস্ট্রির ছবিটি গত সপ্তাহে ভারত ও বিশ্বজুড়ে এক সঙ্গে মুক্তি পেয়েছে। ছবিটিতে একজন মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তেলেগু সুপারস্টার মহেশ বাবু। ছবিটি পরিচালনা করেছেন কোরাতালা শিবা। আর তার মুগ্ধকর অভিনয়ে ভারত আনে নেনু বিশ্বজুড়ে একের পর এক রেকর্ড ভাঙছে। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি। ভারতের বাজারে তো বটেই ধুন্ধুমার ব্যবসা করছে আন্তর্জাতিক বাজারেও। জানা গেছে, উত্তর আমেরিকায় ছবিটির ব্যবসা প্রায় ৩৫ লাখ মার্কিন ডলার। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেও পিছিয়ে নেই ছবিটি। এখানে ছবিটির ব্যবসা প্রায় পৌনে ছয় লাখ মার্কিন ডলার। এছাড়া যুক্তরাজ্য ও ইউরোপজুড়ে ছবিটির ব্যবসা প্রায় ৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। মধ্যপ্রাচ্যেও ভারত আনে নেনু দারুণ ব্যবসা করেছে ইতিমধ্যে। আর এর পরিমাণ ৬ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার। অন্যদিকে আফ্রিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর আর অন্যান্য দেশে এর ব্যবসা প্রায় ২ লাখ মার্কিন ডলার। সব মিলিয়ে তেলেগু সুপারস্টার মহেশ বাবুর সুপার মুভি ভারত আনে নেনু আন্তর্জাতিক বাজারে ব্যবসা করেছে মোট প্রায় ৫ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার (৩৫ দশমিক ৩৮ কোটি রুপি)। আরও পড়ুন: প্রভাসের জন্য দুবাই পাড়ি আনুশকার তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/০৯:০০/ ৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2wjITCK
May 06, 2018 at 01:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top