দুনিয়ার যেকোনো ক্রীড়াবিদই খ্যাতি চান। আবার খ্যাতির বিড়ম্বনাও পোহাতে হয়। ভক্তদের নানা রকম ভালোবাসার উৎপাত তো লেগেই থাকে। বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটারের জন্য কথাটা আরও বেশি করে সত্য। ভারতের এই অধিনায়ক নিজেই জানিয়েছেন, ভক্তরা তাঁর জন্য নিজের প্রাণও বিপন্ন করেছে! তবে ভক্তদের অতি আবেগের প্রকাশ ক্রীড়াবিদদের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। কোহলির ক্ষেত্রেও ঠিক তা-ই ঘটেছে। ভারতের বিনোদনমাধ্যম এরোস নাও-কে কোহলি বলেন, একবার রক্তে লেখা চিঠি পেয়েছিলাম। জঘন্য ব্যাপার। দিল্লিতে থাকতে এটা মাঝেমধ্যেই ঘটত। গাড়িতে যাচ্ছিলাম, পথিমধ্যে জানালা খুলে কিছু একটা স্বাক্ষর করার সময় কী যেন এসে পড়ল। ওটা কে দিয়েছে দেখিনি। নামটা চিঠির ওপরই ছিল, তা নিরাপত্তারক্ষীকে দিই। আমি নিইনি, ভীতিকর ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোহলির পেজে লাইকসংখ্যা ৩৬ মিলিয়ন। টুইটার ও ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা যথাক্রমে ২০ মিলিয়ন ও ১৫ মিলিয়ন। এর বাইরে প্রতিনিয়তই ভক্তদের নানা আবদার ও ভালোবাসার উৎপাত মেটাতে হয় বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা এ ব্যাটসম্যানকে। আইপিএলের মৌসুম এলে তো কথাই নেই। ভারতের নানা জায়গায় ম্যাচ থাকায় ভক্তদের সঙ্গে কোহলির যোগাযোগের মাত্রাও বেড়ে যায়। আইপিএলে একবার এমনই এক ঘটনার কথা জানালেন কোহলি, বিমানের ফ্লাইটে ছিলাম। সম্ভবত এটা আইপিএল চলার সময়ের ঘটনা। কানে হেডফোন চালু রেখে ঘুমাচ্ছিলাম। ঘুম ভাঙার পর দেখলাম, আমার কোলের ওপর এক শিশু। কেউ একজন আমার কাঁধে হাত রেখে তখন সেলফি তুলতে যাচ্ছিল। আমার চোখে রোদচশমা ছিল, তাই সেই লোকটা ভেবেছিল হয়তো তাঁকে দেখতে পাচ্ছি। কিন্তু আমি আসলে ঘুমাচ্ছিলাম। সূত্র: প্রথম আলো আর/১০:১৪/০২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2joHTnx
May 03, 2018 at 06:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top