ব্যাটে-বলে দাপট দেখিয়ে প্রস্তুতিটা বেশ ভালোই হলো রুমানাদের। কারণ দক্ষিণ আফ্রিকা সফরের প্রাক্কালে প্রতিপক্ষের বিপক্ষে ৯০ রানের বিশাল জয় পেল লাল-সবুজের প্রতিনিধিরা। আর এই জয়ের দিনে চমক দেখিয়েছেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। কারণ একাই ৮টি উইকেট তুলে নিয়েছেন তিনি। এদিন টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ নারী ক্রিকটে দল ২৭১ রানের বিশাল টার্গেট ছুড়ে দেয়। আর এই টার্গেট তাড়া করতে গিয়ে নর্থ ওয়েস্টের স্থানীয় দলটি মাত্র ১৮০ রানে অলআউট হয়ে যায়। আরও পড়ুন: মুস্তাফিজকে না নেয়াতেই মুম্বাইয়ের হার ৫০ ওভারের এই ম্যাচে স্পিনার ফাহিমা ১০ ওভার বল করেন। এর মধ্যে ৬টি ওভারই মেইডেন দেন তিনি। এমনকি ৫৬টি বল করে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদেরকে মাত্র ৫ রান দেন ২৫ বছর বয়সী এই লেগব্রেক বোলার। এছাড়া দলের হয়ে একটি করে উইকেট পেয়েছেন সাবেক অধিনায়ক জাহানারা আলম ও খাদিজা তুল কুবরা। উল্লেখ্য, আগামী ৪ মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে আর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। মূল সিরিজ শুরুর আগে এই জয় আত্মবিশ্বাসী বাড়াবে রুমানাদের। তথ্যসূত্র: কালেরকণ্ঠ আরএস/০৯:০০/ ২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HRJEEA
May 03, 2018 at 05:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top