কলকাতা, ২১ মে- পঞ্চায়েত ভোট মিটতেই সরকার নিযুক্ত কর্মীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভালো কাজের জন্য সিভিক ভলেন্টিয়ার, আউসিডিএস ও আশাকর্মীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। আগামী অক্টোবর মাস থেকেই বর্ধিত ভাতা পাবেন তাঁরা। সোমবার বঙ্গবিভূষণ প্রদানের মঞ্চ থেকে আরও সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। শুধু সিভিক ভলেন্টিয়াররাই নন, মুখ্যমন্ত্রী এদিন কল্পতরু হলেন আশাকর্মী ও আইসিডিএস-কর্মীদের জন্য। আশাকর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, মাত্র ৮০০ টাকা পেতেন আশাকর্মীরা। সেই টাকা দিত কেন্দ্রীয় সরকার। কিন্তু তা বন্ধ করে দেয় কিছুদিন পরেই। আমরা এই প্রকল্প টিকিয়ে রাখি এবং আশাকর্মীদের দেড় হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করি। পরে তা বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়। এই অক্টোবরের ১ তারিখ থেকে তাঁদেরও এক হাজার টাকা ভাতা বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ তাঁরা তিন হাজার টাকা করে পাবেন। দুলক্ষ ৩০ হাজার আইসিডিএস কর্মীরদের ভাতাও বৃদ্ধি করা হচ্ছে এক হাজার টাকা। মুখ্যমন্ত্রী মূলত তিন শ্রেণির সরকার নিযুক্ত কর্মীর ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন এদিন। বলেন, এই বিশেষ দিনে কিছু মানুষের মুখে যদি আমাদের সরকার হাসি ফোটাতে পারে, তাতেই আমরা ধন্য হব। উল্লেখ্য ২৭ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিবর্তনের সরকার সাত বছর পূর্ণ করছে, তার আগেই মুখ্যমন্ত্রী উপহার দিলেন সিভিক, আইসিডিএস ও আশাকর্মীদের। সূত্র: ওয়ানইন্ডিয়া আর/১০:১৪/২১ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IB2KTD
May 22, 2018 at 04:26AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন