বিশ্বনাথে রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র খাদ্যসামগ্রী বিতরণ

Picture-Romjan-Biswanath-Sylhet-15.05.2018বিশ্বনাথ প্রতিনিধি :: পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে অসহায় দুস্থদের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ট্রাস্টের কার্যালয়ে প্রায় তিনশত পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র অর্থায়নে ও গ্রামবাসীর উদ্যোগে বিতরণ পূর্ব আলোচনা সভায় অংশ নেন বিশিষ্ট মুরব্বী হাজী আবদুল বারী সুনু মিয়া, শিক্ষানুরাগী আবদুল ওয়াদুদ বিএসসি, ইউপি সদস্য রাজুক মিয়া, মুরব্বী লিয়াক মিয়া, সেচ্ছাসেবী সামছুল হক লালা মিয়া, মঈনুল হক জানু, আবদুল মুতলিব, আবুল কালাম, আছাব আলী, সৈয়দ জুয়েল, ব্যবসায়ী জসিম উদ্দিন, ফজলু মিয়া প্রমুখ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2Ihctyd

May 15, 2018 at 05:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top