মৌলভীবাজারে শাশুড়িকে কুপিয়ে খুন করলো জামাতা

মৌলভীবাজার সংবাদদাতা:: মৌলভীবাজার শহরের মাতারকাপন এলাকায় পারিবারিক কলহের জেরে শাশুড়ি রোকেয়া বেগমকে(৫১) কুপিয়ে খুন করেছে জামাতা আলী মিয়া। শনিবার (১৯ মে) দিবাগত রাত দেড়টার দিকে শহরের শমসেরনগর রোডের মাতারকাপন এলাকায় এ ঘটনা ঘটে।

মৌলভীবাজার মডেল থানার সহকারী উপপরিদর্শক শিলা বেগম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরে মেয়ের জামাই আলী মিয়ার সঙ্গে শাশুড়ি রোকেয়া বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জামাই আলী মিয়া ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে শাশুড়ির শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। শাশুড়ির চিৎকারে আশপাশের লোকজন রোকেয়াকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

তবে এ ব্যাপারে থানায় এখনোও মামলা হয়নি। ঘটনার পর থেকে ঘাতক জামাতা পলাতক রয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2wZOZIF

May 21, 2018 at 07:41PM
21 May 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top