নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার দিবাগত রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মহানগর পুলিশের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের দণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- দক্ষিণ সুরমার বারখোলার মৃত তাহজু মিয়ার ছেলে জারু মিয়া (১৯), বরইকান্দির মৃত সেকান্দর আলীর ছেলে মাসুক মিয়া (৩৭), কোতোয়ালী থানাধীন কাজিরবাজারের মো. আপ্তর আলীর ছেলে মো. রনি (২০), নবাব রোড এলাকার আব্দুস সালামের আবু সালেহ (২২) ও শামীমাবাদের এরশাদ মিয়ার ছেলে ইকবাল হোসেন (২৪)।
জারু মিয়াকে ৬ মাস, মাসুক মিয়া ও মো. রনিকে ২ মাস, আবু সালেহ ও ইকবাল হোসেনকে এক মাস করে কারাদন্ড দেয়া হয়। অবৈধ মাদক রাখা ও সেবনের অপরাধে তাদেরকে দণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব। তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, ৪ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল ও র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান অংশ নেন।
আটককৃতদের কারাগারে প্রেরণ করার কথা জানিয়েছেন র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2rYiA0m
May 21, 2018 at 07:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.