তিরুবনন্তপুরম, ২১ মেঃ ভাইরাস সংক্রমণে উত্তর কেরালায় মৃতের সংখ্যা বেড়ে হল ৯। সোমবার সকালেও নিপাহ (NiV) ভাইরাসর সংক্রমণে মৃত্যু হল আরও দু’জনের। পুনের ন্যাশনাল ভিরোলজি ইনস্টিটিউটের তরফে জানান হয়েছে, যাঁরা মারা গেছেন তাঁরা প্রত্যেকেই নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এই ভাইরাসটি মূলত বাদুর, শুয়োর এবং অন্যান্য পশুর মাধ্যমেই মানুষের শরীরে ছড়ায়।
রাজ্য স্বাস্থ্য সচিব রাজীব সদানন্দন এদিন জানান, ‘এই ভাইরাস যাতে আর ছড়িয়ে না পড়ে তার জন্যে সব রকম চেষ্টা আমরা করছি। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকাল রিসার্চ থেকে বিশেষজ্ঞদের একটি দল সোমবারই কোজিকোডে পৌঁছাবে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LjIxj6
May 21, 2018 at 06:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন