বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া কক্সবাজারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নিরাপত্তার স্বার্থে তার সফরসূচিতে পরিবর্তন আনা হয়েছে এবং সেটা গোপন রাখছেন ইউনিসেফের স্থানীয় কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার দিনভর বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ও রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করার পথ পরিদর্শন করেন এই তারকা। নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে তিনি একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, শিশুদের সঙ্গে লুডু খেলায় মেতেছেন এই নায়িকা। শিশুরাও তাকে পেয়ে দারুণ আনন্দিত। এ পোস্টের সঙ্গে মনসুর আলী নামের ১২ বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর গল্পও তুলে ধরেন প্রিয়াঙ্কা। মনসুর তার বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলার সময় তাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করা হয়। তার গ্রাম ও বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়া বুধবার সকালে নাফ নদীর তীরে যান প্রিয়াঙ্কা। রোহিঙ্গারা কোনো পথে ও কীভাবে বাংলাদেশে প্রবেশ করেছে, সেটি দেখার জন্যই ইউনিসেফ টিমের সঙ্গে সেখানে যান তিনি। নাফ নদীর সামনে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে প্রিয়াঙ্কা লিখেছেন, মিয়ানমারের নাফ নদীর তীরে। এখন এই জায়গাটিকে খালি দেখছেন। কিন্তু কয়েক মাস আগেও শত শত লোকে ভরা ছিল এ জায়গা। মিয়ানমার থেকে পালিয়ে রোহিঙ্গারা এখানে হাজির হয়। মিয়ানমার থেকে বাংলাদেশে আসার তাদের এ যাত্রা ছিল ভীষণ কঠিন ও ভয়াবহ। তাদের অনেকেই পায়ে হেঁটে, পাহাড় পার হয়ে অথবা নৌকায় ভেসে এখানে আসে। তাদের কেউ এই নাফ নদী, নয়তো বঙ্গোপসাগর পার হয়ে এই দেশে প্রবেশ করে। তাদের মধ্যে অনেকেই ছিল বয়স্ক, আহত ও অন্তঃসত্ত্বা। কিন্তু এখানেই তাদের কষ্টের সমাপ্তি হয়নি। বাংলাদেশে প্রবেশের পর তাদের দিনের পর দিন এখানে অপেক্ষা করতে হয়। না খেয়েই খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়। কখন তাদের জন্য কেউ সাহায্য নিয়ে আসবে, সেই অপেক্ষায় পথ চেয়ে থাকতে হয় তাদের। এ ভোগান্তি অনেক রোহিঙ্গা শিশুকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে দিয়েছে। আপনারা সাহায্য করলে হয়তো এ শিশুদের ভবিষ্যৎ সুন্দর হতে পারে। কারণ, এখন তাদের জীবন একেবারেই বর্ণহীন। এ বিশ্বের, তাদের ব্যাপারে ভাবতে হবে। আমাদেরও তাদের কথা ভাবতে হবে। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/২৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GIySiv
May 24, 2018 at 12:33AM
23 May 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top