খোঁজ মিলেছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের চাবির

পুরী, ১৪ জুনঃ  হাজার বিতর্কের পর অবশেষে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের নকল চাবির খোঁজ মিলেছে। জেলা প্রশাসনের রেকর্ড রুম থেকে চাবিটি পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন পুরীর কালেক্টর অরবিন্দ আগরওয়াল। তিনি জানান, চারজন কর্মী রেকর্ড রুমে মুখবন্ধ করা একটি বাদামি রংয়ের খাম খুঁজে পান। খামটির উপরে লেখা ছিল, রত্নভাণ্ডারের নকল চাবি। খামটি খুলে দেখা যায়, তার মধ্যে দুটি চাবি রয়েছে। শীঘ্রই চাবিগুলি শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন (এসজেটিএ) কর্তপক্ষের হাতে তুলে দেওয়া হবে এবং তারাই পরবর্তী পদক্ষেপ করবে বলে আগরওয়াল জানিয়েছেন।

গত ৪ এপ্রিল ওডিশা হাইকোর্টের নির্দেশে পুরাতাত্ত্বিক বিভাগের ১৬ জন সদস্যের একটি দল জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের অবস্থা খতিয়ে দেখতে গিয়েছিলেন। তখনই রত্নভাণ্ডারের চাবি হারিয়ে যাওয়ার ঘটনাটি প্রকাশ্যে আসে এবং বিষযটি নিয়ে পুরো ওডিশায় তোলপাড় শুরু হয়। সম্প্রতি এই বিষয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। আইএএস আধিকারিক পিকে জিনাকে জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তারপর দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে নকল চাবির হদিস মিলেছে। যদিও এরপরেও নবীন পট্টনায়েকর সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে ওডিশার প্রদেশ কংগ্রেস কমিটি (ওপিসিসি)। জেলা কালেক্টরকে কটাক্ষ করে ওডিশার বিজেপি মুখপাত্র পীতাম্বর আচার্যর প্রশ্ন, ‘দু-মাস ধরে মানুষকে কেন নকল চাবির বিষয়ে অন্ধকারে রাখা হয়েছিল?’ প্রশাসনের তরফে অবশ্য কোনো জবাব মেলেনি।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JCHkWX

June 14, 2018 at 10:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top