রুশ বিপ্লবে রক্ষা হল ৮৮ বছরের ইতিহাস

মস্কো, ১৪ জুনঃ যাবতীয় নেতিবাচক বিষয়কে মস্কোভা নদীর জলে ভাসিয়ে দিযে আসল সমযে জেগে উঠল রাশিয়া। সৌদি আরবের বিরুদ্ধে তাদের ৫-০ গোলে জয়ে রক্ষা পেল ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ থেকে চলে আসা পরম্পরার। ফুটবল বিশ্বযুদ্ধের ৮৮ বছরের ইতিহাসে কখনো উদ্বোধনী ম্যাচে হারেনি আযোজক দেশ। ঐতিহাসিক দিনে রুশদের ম্লান মুখ দেখতে চাননি ফুটবল দেবতাও। ৬১ শতাংশ বল পজেশন ধরে রাখার পরও কেন গোলমুখ খোলা গেল না তা আগামী কয়েকদিন গবেষণা করতে হবে সৌদি আরব কোচ জুয়ান আন্তোনিও পিজ্জিকে।
দু মাস আগে এই আর্জেন্টাইন কোচ দায়িত্ব নেওয়ার পর মহম্মদ আল শাহলয়ি ও ইয়াহিয়া আল-শেহরিরা রক্ষণ আগলে পালটা আক্রমণের স্ট্র্যা টেজিতে অভ্যস্ত হয়ে উঠেছিল। লুঝনিকি স্টেডিযামে বড়ো চেহারার লং বলের ফুটবলে রুশদের প্রাথমিক ঝটিকা আক্রমণে নিজেদের শক্তিশালী জাযগা থেকে সরে আসতে বাধ্য হয় পিজ্জির দল। ৩ মিনিটে রাশিয়া প্রথম কর্নার আদায় করে নেয়। সেই যাত্রায় গোল না এলেও ১২ মিনিটে তৃতীয় কর্নার থেকে গোল তুলে নেয রাশিয়া। আলেকজান্ডার গোলোভিন কর্নার থেকে সেকেন্ড পোস্টে বল ভাসিয়ে দিলে স্পটজাম্পে বল জালে রাখেন মাঝমাঠ থেকে গোলে গন্ধ পেয়ে উঠে আসা ইউরি গাজিনস্কি। গোলটার পরই ৮০ হাজার দর্শকাসনের লুঝনিকিতে নীল-সাদা-লালের ঝড় ওঠে। গোলটার পরই ধাক্কা খেয়েছিল রাশিয়া। হ্যামস্ট্রিংযে চোট নিযে উঠে যেতে বাধ্য হন ভরসা যোগ্য মিডফিল্ডার অ্যালান জাগোয়ে। পরে অবশ্য সেটাই তাদের জন্য আশীর্বাদ হযে যায়। কারণ ডেনিস চেরিসেভ বাঁ-পায়ে জোরালো শটে রুশদের দ্বিতীয গোল এনে দেন। এই গোলটার পরই সৌদি আরবের যাবতীয় উদ্যম ফুরিযে যায়। ৭১ মিনিটে আরও এক পরিবর্ত আর্তেম জিযুবা স্কোরলাইন ৩-০ করে দেওয়ার পর সৌদি আরবের ম্যাচে কোনো প্রতিরোধ ছিল না।ভিআইপি বক্সে ফিফা সভাপতি জিযান্নি ইনফ্যান্তিনোর সঙ্গে ম্যাচ দেখতে বসা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখের হাসি চওড়া করে স্টপেজ আরও দুই গোল তুলে নেয় রাশিয়া। চেরিসেভের দ্বিতীয গোলের পর স্কোরকার্ডে নাম তোলেন গোলোভিনও। পাঁচ গোলের রুশ বিপ্লবের পর গ্রুপ-এ থেকে শেষ ষোলোয় পৌঁছানোর দাবি জোরালো করল রাশিয়া।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LPpZq7

June 14, 2018 at 11:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top