সিঙ্গাপুর, ১০ জুনঃ সিঙ্গাপুরের সেনতোসা দ্বীপে মঙ্গলবার শুরু হচ্ছে ট্রাম্প-কিমের ঐতিহাসিক বৈঠক। তার দুদিন আগে এসে পৌঁছে গিয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। রবিবার চাঙ্গি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছেন বিদেশমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন। কিমের সঙ্গে করমর্দনের একটি ছবি টুইটারে পোস্টও করেছেন বালাকৃষ্ণন। এদিন কিমের পরনে ছিল চিরাচরিত মাওয়িস্ট সুট।
অর্ধশতাব্দীরও বেশি সময় আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার ঠান্ডা যুদ্ধ চলেছে। দুটি দেশের শীর্ষ নেতত্ব আলোচনার টেবিলে বসতে পারেন, এমন সম্ভাবনাকে একসময় বাতুলতা বলে মনে করা হয়েছিল। আলোচনা দূরে থাক, টেলিফোনেও কোনো দিন কোনো কথা হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার নেতাদের। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেই অসম্ভব সম্ভব হতে চলেছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2sIZQT4
June 10, 2018 at 09:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন