সিসিক নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন, দিদার হুসেন রুবেল


সুরমা টাইমস ডেস্ক :: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২২নং ওয়ার্ডের কাউন্সিলর পদে অংশ নিবেন শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মো:দিদার হুসেন রুবেল।

এ লক্ষ্যে তিনি ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময় করছেন।

এ ব্যাপারে মো:দিদার হুসেন রুবেল বলেন, যদি আমি পরম করুণাময় আল্লাহর রহমতে আপনাদের ভোটে নির্বাচিত হই তবে অনেক গুরুত্বপুর্ন কাজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। l

এর মধ্যে অন্যতম হলো,উন্নয়নের নতুন অঈিকার নিয়ে ডিজিটাল ২২নং ওয়ার্ড গড়ার লক্ষ্যে সকল অপকর্ম আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বন্ধ করে জননিরাপত্তা নিশ্চিত করা।

তিনি আরো বলেন, আপনাদের সবারই জানা, একজন কাউন্সিলর হিসেবে কাজ করার পরিধি কতটুকু।

আমি জনসেবা করে সর্বস্তরের মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই। এলাকাবাসী আমাকে মূল্যায়ন করলে আমি এ ওয়ার্ডের প্রার্থী হয়ে ওয়ার্ডকে একটি ডিজিটাল ওয়ার্ডে পরিণত করবো।
তিনি বলেন,২২ নং ওয়ার্ডের সাধারণ জনগণের পাশে থেকে তাদের সুখে দুঃখে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করে যেতে চাই।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2sVVreD

June 10, 2018 at 08:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top