দুর্দান্ত হ্যাটট্রিকে বিশ্বকাপ শুরু করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। বিশ্ব মিডিয়া যখন তার পারফরম্যান্সে প্রশংসার বৃষ্টি ঝরাচ্ছে, ঠিক তখনই কর ফাঁকির মামলায় শিরোনামে পর্তুগিজ যুবরাজ। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, দুই বছরের জেলের শাস্তি মেনে নিয়েছেন রোনালদো এবং ১৮.৮ মিলিয়ন ইউরো জরিমানা দিয়ে দিতে রাজি হয়েছেন। রিয়াল মাদ্রিদ তারকার বিরুদ্ধে গত বছর ওঠে কর ফাঁকির অভিযোগ। যাতে তাকে দুই বছরের জেলের শাস্তির সঙ্গে ১৮.৮ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে বলে খবর স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দোর। রোনালদো নাকি এই শাস্তি মেনে নিয়ে জরিমানার অর্থ দেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে স্প্যানিশ কর কর্তৃপক্ষের সঙ্গে। যদিও রিয়াল মাদ্রিদ তারকাকে কারাভোগ করতে হচ্ছে না। কারণ স্পেনের আইন অনুযায়ী, কোনও ব্যক্তি ফৌজদারি অপরাধ না করলে এবং দুই বছর বা তার নিচে সময়কালের জেলের শাস্তি পায়, তাহলে প্রথম অপরাধের কারণে জেল খাটতে হয় না। রোনালদো যেহেতু প্রথমবার শাস্তি পেয়েছেন, তাই জেলে যেতে হচ্ছে না তাকে। স্প্যানিশ কর কর্তৃপক্ষের অভিযোগ ছিল পর্তুগিজ অধিনায়ক ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তার ইমেজ স্বত্ব থেকে আয় করা অর্থ গোপন করেছেন। এজন্য তার বিরুদ্ধে ওঠে ১৪.৮ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ। স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দোর খবর, রোনালদো ২০১৭ সালের জুনে ১৪ মিলিয়ন ইউরো দিয়ে দফারফা করতে চেয়েছিলেন, কিন্তু স্প্যানিশ সরকার তা মানতে রাজি হয়নি। বিবিসি, মার্কা সূত্র: বাংলা ট্রিবিউন আর/০৯:১৪/১৭ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2K05gmh
June 18, 2018 at 04:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top