বিশ্বকাপের সময় লোডশেডিং রুখতে তৎপর রাজ্য

কলকাতা, ১৭ জুনঃ  চলতি বিশ্বকাপের ম্যাচ চলাকালীন যাতে লোডশেডিংয়ের মতো ঘটনা না ঘটে, সেই ব্যাপারে উদ্যোগী রাজ্যের বিদু্যত্ পর্ষদ। পোর্তুগাল-স্পেন ম্যাচের সময় একাধিকবার লোডশেডিং হওয়ায় বহু অভিযোগ জমা পড়েছে দপ্তরে। যার সদুত্তর চেয়ে কর্তাদের কাছে রিপোর্ট চাইলেন বিদু্যত্মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, ম্যাচ চলার সময় লোডশেডিং করে ক্যাপাসিটি অ্যাডজাস্ট করা যাবে না। তার জন্য আগে থেকেই উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে প্রতিটি সাবস্টেশনেও পর্যাপ্ত কর্মী-আধিকারিক রাখতে হবে। যেকোনো গাফিলতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও প্রয়োজন আছে। এক্ষেত্রে অবশ্য কর্তাদের সাফাই, রোনাল্ডো-কোস্তাদের ম্যাচ নিয়ে বঙ্গবাসীর যে এতটা উৎসাহ তা তারা বুঝতে পারেননি। বিশ্বমঞ্চকে রীতিমতো উৎসবের পর্যায়ে নিয়ে গিয়ে পাড়ায় পাড়ায ডিজে বক্স চলছে। সেইসঙ্গে যোগ হযেে হঠাৎ অত্যধিক গরমের প্রভাব। যার ফলে এসি, ফ্যান চালানো অতিমাত্রায় বেড়েছে। যার ফলে ট্রান্সফর্মারের উপর বেশি লোড পড়ে যায়। তাই ক্যাপাসিটি অ্যাডজাস্ট করার জন্যই লোডশেডিং করতে হয়েছে। তা না হলে ট্রান্সফর্মার উড়ে যেতে পারত। তাতে বিভ্রাট আরও বেশি হত। তার পরিপ্রেক্ষিতেই মন্ত্রীর বক্তব্য, মানুষের যাতে কোনো অসুবিধা না হয়। ফুটবলপ্রেমী বাঙালি যেন বিশ্বকাপের প্রতিটি ম্যাচ নির্বিঘ্নে দেখতে পারেন, তার উপযুক্ত ব্যবস্থা আমরা নেব। কর্তারাও আশ্বাস দিয়েছেন ইদের উৎসব শেষ এবং এদিকে গরমও শীঘ্রই কমার সম্ভাবনা রয়েছে। তাই বিশ্বকাপের ম্যাচগুলি দেখতে আর সমস্যা হবে না বলে আশা করা যায়।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MvVFC6

June 17, 2018 at 10:15PM
17 Jun 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top