উত্তরপ্রদেশ থেকে ৪ হাজার বছরের পুরোনো রথ, কফিন উদ্ধার

বাঘপত, ৯ জুনঃ  উত্তরপ্রদেশের বাঘপত জেলার সিনাউলি গ্রামে মাটির নীচে থেকে উদ্ধার হয়েছে চার হাজার বছরের পুরোনো রথ। এছাড়া যুদ্ধে ব্যবহৃত  তরোয়াল, হেলমেট এবং কফিনও উদ্ধার হয়েছে, যা দেখে হতবাক আর্কিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই)-র আধিকারিকেরা। এএসআই-য়ের গবেষক মঞ্জুল সেনের কথায়, এই এলাকা থেকে প্রাচীন সভ্যতার এই সমস্ত জিনিস খুঁজে পাওয়া খুবই আশ্চর্যের ঘটনা। খননের সময় অনেক রাজা-মহারাজার সমাধিও পাওয়া গিয়েছে। এগুলি প্রায় ২০০০-১৮০০ খ্রিস্ট-পূর্বাব্দের, অর্থাৎ ৪ হাজার বছরের পুরোনো।

এএসআই সূত্রে খবর, চলতি বছরের মার্চ মাস থেকে বাঘপত এলাকায় খননকাজ শুরু করে এএসআই। টানা তিনমাস খননের পর একটি রথ, ৩টি কফিন, তরোয়াল, হেলমেট, ছুরি, চিরুনি এবং কিছু গয়না উদ্ধার হয়েছে। ২০০০ খ্রিস্ট-পূর্বাব্দের মেসোপটেমিয়া সভ্যতায় এই রথ, তরোয়াল এবং হেলমেট ব্যবহৃত হতো বলে গবেষকরা জানিয়েছেন। মঞ্জুল সেন জানান, যে রথটি পাওযা গিয়েছে, সেটি দুই চাকা বিশিষ্ট। ঘোড়া বা অন্য কোনো পশু রথটি টেনে নিয়ে যেত এবং পশুটিকে চালানোর জন্য একজন সারথি থাকত, তা রথের কাঠামো থেকেই বোঝা যাচ্ছে। রথের চাকাগুলিতে তামা দিয়ে নকশা করা রয়েছে। এছাড়া যে তিনটি কফিন পাওযা গিয়েছে, সেগুলির ঢাকনার উপরেও তামা দিয়ে নকশা করা রয়েছে। তিনি বলেন, আগে হরপ্পা, মহেঞ্জোদারো এবং ধোলাভিরার যে কফিন পাওযা গিয়েছে। সেগুলির উপর তামার নকশা ছিল না। তাই এগুলি সুপ্রাচীন নগরসভ্যতা-র মধ্যে সম্পূর্ণ আলাদা চরিত্রের বলে এসআইএ-এর আধিকারিকেরা মনে করছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2y3rLSq

June 09, 2018 at 09:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top