বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের জন্য জমি দেবে রাজ্য সরকার

কলকাতা, ৯ জুনঃ  রাজ্য সরকার বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের জন্য ৯০ একর জমি দেবে। এর জন্য প্রয়োজনে জমি অধিগ্রহণ করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের জন্য দীর্ঘদিন চেষ্টা চালাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রযোজনীয় জমির জন্য দ্বারস্থ হয়েছে রাজ্যের। জমি অধিগ্রহণে সরকারের আপত্তি থাকায় কিছুতেই এই সমস্যার সুরাহা হচ্ছিল না। কিন্তু পরিস্থিতির প্রয়োজনীয়তা উপলব্ধি করে সরকার জমির ব্যবস্থা করতে রাজি। এর জন্য বিমানবন্দর কর্তপক্ষের কাছে ক্ষতিপূরণ বাবদ  টাকাও চাওয়া হয়েছে। যা দিতে আপত্তি নেই সংশ্লিষ্ট কর্তপক্ষের। বাড়তি জমি পেলে বিমানবন্দরটি সম্প্রসারণ করা সম্ভব। যার ফলে এই রাজ্য সহ প্রতিবেশী রাজ্য, দেশ ও বিস্তীর্ণ এলাকা উপকৃত হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও উপকৃত হবে উত্তরবঙ্গ। বাড়তি এই জমির জন্য বিমানবন্দরের কাছে একটি চা বাগানের জমি নেওয়ার ভাবনাচিন্তা প্রশাসনের আছে। এর জন্য আইনি জটিলতা আছে। তা কাটিয়ে জনস্বার্থে জমি নেওযার জন্য অনেকটাই এগোনো গিয়েছে বলে জানা গিয়েছে। সব কিছু ঠিকমতো চললে বিমানবন্দর কর্তৃপক্ষকে ৯০ একর জমি দেবে রাজ্য। এতে খুশি এএআইও। উত্তর-পূর্ব ভারত সহ একাধিক প্রতিবেশী দেশের সিংহদুয়ার শিলিগুড়ি তথা বাগডোগরা। বিমানবন্দর উন্নত হলে জাতীয়,আন্তর্জাতিক ক্ষেত্রে পর্যটন ব্যবসা বাণিজ্যে আরও উন্নয়ন ঘটবে। উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নে প্রয়াসী মুখ্যমন্ত্রী নিজেও। বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণে তাই উদ্যোগ নিচ্ছে সরকার।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2sTZ2dg

June 09, 2018 at 10:01PM
09 Jun 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top