দার্জিলিং, ২৯ জুনঃ দার্জিলিংয়ে বন্ধ অলংকারের দোকান থেকে উদ্ধার হল প্রথম বিশ্বযুদ্ধের সময়কার রুপোর দুটি সেনা পদক। দীর্ঘ কয়েক দশক ধরেই দোকানটি বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। চকবাজারের এক বাসিন্দা মুকুল ওঝা জানিয়েছেন, পূর্বপুরুষদের একটি অলংকারের দোকান ছিল। ১৯৬৫ সাল থেকে দোকানটি বন্ধ রয়েছে। সম্প্রতি দোকানটি আবার চালু করার জন্য সেখানে সাফাইয়ের কাজ শুরু হয়েছে। শুক্রবার দোকান সাফাইয়ের সময় একটি পুরোনো ব্যাগ থেকে এই পদক দুটি পাওয়া যায়। একটি পকদে চন্দ্রবাহাদুর গুরুং, ১৯১৪-১৯১৮ লেখা রয়েছে। অপরটিতে লেখা রয়েছে ভক্তিবাহাদুর থাপা ১০৩০-১৯৩১ সাল। অর্থাৎ ব্রিটিশ আমলে এই দুজনকে পদক দুটি দেওয়া হয়েছিল। কিন্তু পদক দুটি তাঁদের দোকানে কীভাবে এল তা অবশ্য বলতে পারছেন না মুকুলবাবু। এই পদক দুটির আসল দাবিদার না পাওয়া পর্যন্ত সেগুলি দার্জিলিংয়ের গোর্খা মিউজিয়ামে রাখা হবে বলে জানা গিয়েছে।
সংবাদদাতাঃ রণজিৎ ঘোষ
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Ncl303
June 29, 2018 at 10:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন