আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবি, নিখোঁজ শতাধিক

ত্রিপোলি, ২৯ জুনঃ আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে নৌকা ডুবে নিখোঁজ শতাধিক শরণার্থী। সমুদ্রে তল্লাশি চালিয়ে ৮২ জনকে উদ্ধার করেছে লিবিয়ার উপকূলরক্ষী বাহিনী। তাঁদের মধ্যে ৪ জন মহিলা ও ২টি শিশু। উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, বুধবার আফ্রিকা থেকে শরণার্থীদের নিয়ে নৌকাটি সমুদ্রপথে ইউরোপ যাচ্ছিল। নৌকায় ২০০ জনের বেশি যাত্রী ছিলেন। ত্রিপোলির কাছে সেটি ডুবে যায়। আরোহীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। শুক্রবার পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ২০১৪ সালে লিবিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় সাড়ে ছয় লক্ষ মানুষ ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। তাঁদের অধিকাংশই ছোটো নৌকায় চেপে সমুদ্রপথে ইউরোপে পৌঁছোন। সেই প্রবণতা এখনও বজায় রয়েছে জানিয়েছে রাষ্ট্রসংঘ। আন্তর্জাতিক শরণার্থী সংস্থার তথ্য বলছে, গত কয়েকদিনে নৌকাডুবির জেরে শুধু লিবিয়া উপকূলেই অন্তত ২২০ জন শরণার্থীর মৃত্যু হয়েছে।

ছবিঃ সংগৃহীত



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ICBKyd

June 29, 2018 at 10:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top