ঢাকা, ২৫ জুন- ভিসা জটিলতায় দলের সাথে যাওয়া হয়নি ওয়েস্ট ইন্ডিজ। সেখানে ক্যারিবীয়দের বিপক্ষে রয়েছে পূর্ণাঙ্গ সিরিজ। এরইমধ্যে সাকিব-তামিমরা পৌঁছে গেছে ক্যারিবীয় দ্বীপে। ওয়েস্ট ইন্ডিজ যেতে হলে প্রথমে দুবাই, পরে যুক্তরাষ্ট্রে বিরতি নিতে হয়। যার জন্য দুই দেশেরই ভিসা প্রয়োজন। দলের সবাই ভিসা পেলেও ভিসা পাননি দলের অন্যতম অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। রোববার মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেসবুকে একটি ছবি পোস্ট করে মিরাজ জানিয়ে দেন তিনিও যাচ্ছেন অবশেষে। এছাড়াও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ। যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে জানা গেছে, সব রকম প্রক্রিয়া সম্পন্ন করতেই কয়দিন সময় লেগেছে মিরাজের ভিসা পাওয়ার ব্যাপারে। এদিকে আগামী ২৭ জুন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে দুই দিনের অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এই ম্যাচেও খেলার সম্ভাবনা রয়েছে মিরাজের। টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান দলের সাথে যোগ দিয়েছেন নিউইয়র্ক থেকে। বাংলাদেশ টেস্ট স্কোয়াড সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ রাহী, নাজমুল হাসান শান্ত ও শফিউল ইসলাম। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/২৫ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2tt8DIR
June 26, 2018 at 01:02AM
25 Jun 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top