৩৩০০ মিটার উচ্চতায় রেল ব্রিজ তৈরি হচ্ছে ভারতে

নয়াদিল্লি, ২৫ জুনঃ ৩৩০০ মিটার উচ্চতায় রেল ব্রিজ তৈরি হচ্ছে ভারতে। ৪৯৮ কিলোমিটারের এই ব্রিজটি তৈরি হবে বিলাসপুর-মানালি-লে জুড়ে। মনে করা হচ্ছে এই ব্রিজের কাজ শেষ হলে তা ছাপিয়ে যাবে  চিনের কিংগাই-তিব্বত রেলব্রিজকেও। প্রায় ২ লক্ষ কোটি টাকার এই প্রজেক্ট হাতে নিয়েছে ভারতীয় রেল।

এটা ছাড়াও আরও তিনটি স্ট্র্যাটেজিক রেলব্রিজ বানানো কাজ হাতে নিয়েছে ভারতীয় রেল। সেগুলি হল, মিসামারি-তেঙ্গা-তাওয়াং (৩৭৮ কিমি), নর্থ লখিমপুর-বামে-সিলাপাথার (২৪৯ কিমি), পাসিঘাট-তেজু-পরশুরাম কুন্ড-রূপাই (২২৭ কিমি)। সীমান্তে জওয়ানদের যাতাযাতের সুবিধা করতেই সেতুগুলি তৈরি করা হচ্ছে। ২০১৫-র ডিসেম্বরে এই প্রজেক্টগুলি শুরু করার অনুমোদন দেয় কেন্দ্র।

ছবিঃ সংগৃহীত

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2tC0hxN

June 25, 2018 at 07:29PM
25 Jun 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top