ভোট করিয়ে সন্তানের নামকরণ করলেন এই দম্পতি

নাগপুর, ১৮ জুনঃ  সন্তানের নামকরণের জন্য ভোটের ব্যাবস্থা করল মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলার এক দম্পতি। আর গণনা শেষে জয়ী নামকেই বেছে নেওয়া হল শিশুর জন্য। নামকরণের এই অভিনব পন্থাটি অবলম্বন করেছেন মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলার দেওরি মহকুমার দম্পতি মিঠুন ও মানসী বাং। গত ৫ এপ্রিল পুত্রসন্তানের জন্ম দেন মানসী। ১৫ জুন পরিবারের সদস্যদের মধ্যে ভোটাভুটি করে ওই দম্পতি তাঁদের সন্তানের নামকরণ করেন। পরিবারের লোকেরা যক্ষ, জুবান ও জৌবিক এই তিনটি নাম প্রস্তাব করেন। সেখান থেকে জুবান সবচেয়ে বেশি ৯২টি ভোট পেয়ে জয়ী হয়। এরপরই সন্তানের নাম জুবান রাখেন ওই দম্পতি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MEjxDw

June 18, 2018 at 10:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top