কলকাতা, ১৮ জুনঃ কলকাতায় সোমবার তাপমাত্রা পৌঁছেছে ৪১ ডিগ্রিতে। এবছরে এটাই উষ্ণতম দিন। গোটা দক্ষিণবঙ্গই তাপপ্রবাহে জ্বলছে। এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত স্কুলে গরমের ছুটির দিন বাড়ালো রাজ্য সরকার। এদিন সকালেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই সিদ্ধান্তের আভাস দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী দিল্লি থেকে ফিরে আসার পর তাঁর সঙ্গে আলোচনা করে সন্ধ্যায় শিক্ষামন্ত্রী সিদ্ধান্তটি ঘোষণা করেন। গরমের ছুটির পর স্কুল খোলার দিন ছিল ২০ জুন। এখন ছুটি ঘোষণা করা হয়েছে ৩০ জুন পর্যন্ত।
আবহাওযা দপ্তরের খবর, এই তাপপ্রবাহ আগামী ৪৮ ঘণ্টা চলবে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। পরবর্তী পর্যায়ে আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তনের আভাসও নেই।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2My4ziq
June 18, 2018 at 09:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন