আলজেরিয়া, ২৬ জুনঃ সাহারার মাঝখানে হঠাৎ গিজগিজ করছে লোক। অনিশ্চিত বসতি। জল নেই, খাবার নেই। প্রতি পদে মৃত্যু ভয়। প্রায় ১৩ হাজার শরণার্থীকে এ ভাবেই সাহারা মরুভূমি মাঝখানে ছেড়ে দিল আলজেরিয়া।
১৪ মাসের বেশি হয়ে গেল ওই শরণার্থীরা মরুভূমির মাঝখানে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছে। ওই শরণার্থীদের মধ্যে কয়েকজন মহিলা গর্ভবতীও ছিলেন।
শরণার্থীরা জানাচ্ছেন, প্রতিদিন মরুভূমির তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেন্টিগ্রেড। এই ১৪ মাস তাঁরা বাঁচার তাগিদে ঘুরে বেড়িয়েছেন মরুভূমিতে। বিষয়টি রাষ্ট্রপুঞ্জের নজরে আসায় অন্তত খাবার ও জল পৌঁছেছে সেখানে। মারা গিয়েছেন বহু শরণার্থীও। জানেট কামারা যখন গর্ভবতী ছিলেন, তখন তাঁকে মরুভূমিতে ছেড়ে দেওয়া হয়। বাঁচেনি তাঁর গর্ভস্থ সন্তান। তিনি বলেন, ‘মহিলারা মরে পড়ে রয়েছে। কতজন হারিয়ে গিয়েছে মরুভূমিতে। ওখানে ছেড়ে দেওয়ার সময় টাকা ও মোবাইল ফোনও কেড়ে নিল তারা।’
রাষ্ট্রপুঞ্জের উদ্ধারকারী আপাতত মহিলা ও শিশু-সহ ১১ হাজার ২৭৬ জন শরণার্থীকে উদ্ধার করেছে। সেসময় অনেক মানুষ অখাদ্য-কুখাদ্য খেয়ে অসুস্থ। মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মানুষ।
জানা গিয়েছে, কিছু মানুষ খাবার ও জলের খোঁজে নাইজের ও কিছু মানুষ পৌঁছান সোমালিয়ায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IqyxSs
June 26, 2018 at 11:47AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন