পোর্তুগাল-১ (কুয়ারেশমা) ইরান-১ (করিম)
সারানস্ক, ২৫ জুনঃ মোমবাতি জ্বালাতে কি ভুলে গিয়েছিলেন ডোলোরেল অ্যাভেইরো? ২০১৬ ইউরো কাপের সময় অস্ট্রিয়া ম্যাচে জ্বালানোর কথা মনে ছিল না। পেনাল্টি মিস করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এদিনও ইরানের বিরুদ্ধেও মিস করেছিলেন। আর একটু হলে বিশ্বকাপে এদিনই বিদায়ঘন্টা বেজে যাচ্ছিল সিআরসেভেনের। ডোলোরেস হলেন রোনাল্ডোর মা, যিনি ছেলের সাফল্য কামনা করে পোর্তুগালের প্রতিটি ম্যাচের আগে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন।
৪৫ মিনিটে কুয়ারেশমার দুরন্ত গোলে ১-০ করে নেয় পোর্তুগাল। দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে পেনাল্টি প্রাপ্তি। ২-০ মানে ওখানেই ম্যাচ হাতের নাগালে। যদিও তা মিস করে বসেন রোনাল্ডো। পোর্তুগিজ কোচ কার্লোস কুইরোজ বলেছিলেন, স্বপ্নপূরণের জন্য ৯০ মিনিট লড়াই করবে তার দল। কোচের কথা অক্ষরে অক্ষরে প্রতিফলন ঘটালেন জাহানবক্স, আজমউনরা। ৯০ মিনিটে বিতর্কিত পেনাল্টি আদায় করে নিয়ে স্কোরলাইন ১-১ করে দেয় করিম আনসারিফার্ড। স্পটেজ টাইমে ফের গোল করে ফেলেন করিম। কিন্তু ভাগ্য ছিল পোর্তুগালের সঙ্গে। পেনাল্টি মিস, ম্যাচ ড্রয়ের পরও নকআউটের টিকিট পেতে অসুবিধা হয়নি। ৫ পয়েন্ট পেয়ে স্পেনের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে পৌঁছে যান তাঁরা। ইরানকে বিদায় নিতে হয় ৪ পয়েন্টে আটকে থেকে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2K8JMVc
June 26, 2018 at 11:49AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন