গৌহর জানকে গুগল ডুডলের বিশেষ সম্মান

নয়াদিল্লি, ২৬ জুনঃ কিংবদন্তী সঙ্গীতশিল্পী তথা নৃত্য শিল্পী গৌহর জানের ১৪৫তম জন্মদিনে ডুডলের মাধ্যমে বিশেষ শ্রদ্ধা জানাল গুগল। তিনি দেশের প্রথম সারির সঙ্গীতশিল্পী যাঁকে দিয়ে ৭৮ আরপিএম রেকর্ড করায় গ্রামাফোন কোম্পানি অফ ইন্ডিয়া। গৌহর জানের জন্ম হয় ১৮৭৩ সালের ২৬ জুন। ১৮৮৭ সালে বিহারের রাজসভায় প্রথম সঙ্গীত পরিবেশন করেন গৌহর। ১৮৯৬ সালে তিনি কলকাতায় অনুষ্ঠান করা শুরু করেন। বাংলা, গুজরাতি, তামিল, মরাঠি, আরবি, ফার্সি, পুশতো, ফরাসি এবং ইংরেজি সব ভাষাতেই তিনি গান রেকর্ড করেন। ১৯৩০ সালের ১৭ জানুয়ারি গৌহর জানের মৃত্যু হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IsBJwI

June 26, 2018 at 12:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top