ঝাড়খণ্ড, ২০ জুন- প্রাণ সংশয়ে ভুগছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিংহ ধোনির স্ত্রী সাক্ষী। নিরাপত্তাহীনতা এতটাই প্রবল যে তিনি বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করেছেন আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঝাড়খণ্ডের রাঁচীতে ধোনির বাড়িতে চব্বিশ ঘণ্টাই রয়েছে কড়া নিরাপত্তা। তার ওপর বিশেয ক্ষেত্রে সেই নিরাপত্তাবেষ্টনী জোরদার করা হয় আরও। যেমন ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের কাছে পরাজয়ের পর সেই নিরাপত্তা আরও বাড়ানো হয়েছিল। তবে এত নিরাপত্তার পরও কেন বন্দুক চাইছেন সাক্ষী? রাঁচীর ম্যাজিস্ট্রেটের কাছে বন্দুকের জন্য আবেদন করে সাক্ষী জানিয়েছেন, বেশিরভাগ সময় তিনি বাড়িতে একাই থাকেন। ব্যক্তিগত কারণে কাজের জন্য তাকে একা ঘুরতে হয়। নিরাপত্তার অভাব থাকায় তার অবিলম্বে বন্দুক দরকার। ২০১০ সালে বন্দুকের লাইসেন্স পেয়েছিলেন মাহেন্দ্র সিং ধোনি। এবার বোধহয় তার স্ত্রীর পালা। জানা গেছে, রাঁচী ম্যাজিস্ট্রেটের কাছে বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করেছেন সাক্ষী। তার বিরুদ্ধে কোনো ফোজদারি মামলা না থাকায়, লাইসেন্স পেতে তেমন সমস্যা হবে না বলেই একাংশের ধারণা। জানা গেছে, লাইসেন্স পেলে হয় পিস্তল, নইলে ০.৩২ রিভলভার কিনবেন সাক্ষী। সূত্র: যুগান্তর আর/০৭:১৪/২১ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yu58qE
June 21, 2018 at 03:33PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন