ঢাকা, ২১ জুন- বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিলেন ব্রিটিশ কোচ জেমি ডে। এশিয়ান গেমস ও সাফ ফুটবলকে সামনে রেখে চার মাসের একটি পরিকল্পনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই পরিকল্পনাকে এগিয়ে নিতেই ঢাকায় আসা জেমি ডে ও তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসের। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিয়ে প্রধান কোচ জেমি ডে বলেন, আমরা জানি, সামনে আমাদের কঠিন পরীক্ষা রয়েছে। তবে রাতারাতি সব কিছু পরিবর্তন করা সম্ভব নয়। বাফুফের সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, চার মাসের পরিকল্পনা নিয়ে কোচের সঙ্গে কথা বলেছি আমরা। যার অংশ হিসেবে কাল (আজ) জেমি ডে বিকেএসপিতে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হবেন। সেখানেই শনিবার আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু হবে। ফুটবল ফেডারেশনের এই সহ-সভাপতি আরও বলেন, কাতারে ফের আবাসিক ক্যাম্পের আয়োজন করছি আমরা। তারপর ঘরের মাঠে সাফকে নিয়ে অনুশীলন শুরু করব। সূত্র: যুগান্তর আর/০৭:১৪/২১ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2llXyF5
June 21, 2018 at 03:38PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন