মাদ্রিদ, ১৫ জুনঃ রাশিয়ার মাটিতে বিশ্বকাপ খেলতে নামার মাত্র কযেঘণ্টা আগে জোর ধাক্কা খেলেন ক্রিশ্চিযানো রোনাল্ডো। রিয়াল মাদ্রিদ তারকা স্পেনে কর ফাঁকির অভিযোগে দুই বছরের জেল ও বিরাট অঙ্কের জরিমানার সামনে পড়লেন আজ। আজ ভারতীয় সময় রাত ১১.৩০ মিনিটে সোচিতে স্পেনের বিরুদ্ধে নামার আগে স্প্যানিশ সংবাদমাধ্যমে রোনাল্ডোকে নিয়ে এমন চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, সিআরসেভেন তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ স্বীকার করে নিয়েছেন। যার ফলে তাঁর দুই বছরের সাসপেন্ডেড প্রিসন হয়েছে। পাশাপাশি তাঁকে ১৬.৫ মিলিয়ন পাউন্ড বা ১৮.৮ মিলিযন ইউরো জরিমানাও করা হয়েছে।
কিছুদিন আগেই আর্জেন্টিনা তথা বার্সেলোনার তারকা লিওনেল মেসি ও তাঁর বাবার বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছিল। এবার স্পেনে কর ফাঁকি দিয়ে বিতর্কে জড়ানো ফুটবলারদের তালিকায় ঢুকে পড়লেন রোনাল্ডোও। স্পেনে সিআরসেভেনের বিরুদ্ধে অতীতে কোনো ফৌজদারি অভিযোগ না থাকায় তাঁকে জেল খাটতে হবে না ঠিকই। পাশাপাশি তাঁকে বিরাট অঙ্কের আর্থিক জরিমানার অর্থ দিতেই হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HTo7KJ
June 15, 2018 at 11:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন