ঢাকা, ১০ জুন- জাতীয় পুরুষ ক্রিকেট দল যদিও এখনও কোনো শিরোপা জিততে পারেনি; তবুও গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেলে সারাদেশে আনন্দের বন্যা বয়ে যায়। রাস্তায় রাস্তায় মিছিল বের হয়; পটকা ফোটানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জনতার ঢল নামে। কিন্তু মেয়েদের বেলায়? দেশের মেয়েদের খেলাধুলা বন্ধে অনেক গোষ্ঠী সক্রিয় আছে, কিন্তু তাদের সাফল্য উদযাপন করতে সকলেই যেন অপরাগ। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল আজ সপ্তম এশিয়া কাপ আসরের শিরোপা জয় করে নিয়েছে। যাদের ৩ উইকেটে হারিয়ে এই অর্জন টাইগ্রেসদের, সেই ভারত আগের ৬ আসরের চ্যাম্পিয়ন। এমন বিজয়ে ঘরে বসে থাকতে কিংবা শুধু সোশ্যাল সাইটে উচ্ছাস প্রকাশ করেই সন্তুষ্ট হতে চায়নি কিছু ক্রিকেটপ্রেমী আর বিভিন্ন সংগঠনের কিছু কর্মী। রমজান মাস এবং বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করে রাস্তায় আনন্দমিছিল করেছে তারা। রাজধানীর শাহবাগে সন্ধ্যায় জড়ো হয় বেশ কিছু ক্রিকেটপ্রেমী। টাইগ্রেসদের জয়ের পর সোশ্যাল সাইটের মাধ্যমে সবাই এক হয়েছে বলে জানান কয়েকজন ক্রিকেটপ্রেমী। বৃষ্টি থামার পর শুরু হয় উল্লাস আর আনন্দ মিছিল। আগামীকাল সোমবার বিকাল সোয়া ৫টার দিকে বিজয়ীর বেশে দেশের মাটিতে পা রাখবে মেয়েরা। বিমানবন্দরে তাদের অভিনন্দন জানাতেও উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন কিছু ক্রিকেটপ্রেমী। সূত্র: কালের কণ্ঠ আর/১০:১৪/১০ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HDwSby
June 11, 2018 at 04:43AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top