শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক শিশুসহ ২জন নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় এক শিশুসহ ২জন নিহত হয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পুখুরিয়া বাজার নামক স্থানে মোটরসাইকেল ও কার্ভাডভ্যানের ধাক্কায় এক অজ্ঞাতনামা পথচারী নারী নিহত হয়। নিহত ওই নারীর নাম পরিচয় পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার এসআই আইনুল হক জানান, দুপুর সাড়ে ১২টা দিকে পুখুরিয়া বাজারে শিবগঞ্জগামী একটি মোটরসাইকেল ও সোনামসজিদগামী একটি কাভার্ড ভ্যান ওই নারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। একই সঙ্গে কাভার্ড ভ্যানটিও আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। অপরদিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর কালিগঞ্জ এলাকায় ট্রলি ধাক্কায় একই এলাকার আলকেশ আলীর ৪ বছরের এক মেয়ে সুমাইয়া খাতুন নিহত হয়েছে। রাস্তা পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটে। অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ০৯-০৬-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2JEpz8K

June 09, 2018 at 08:36PM
09 Jun 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top