কলকাতা, ৯ জুনঃ রাজ্য সরকার তপশিলি জাতি, উপজাতি পড়ুয়াদের জন্য পেশাদারি শিক্ষণের ব্যবস্থা করায় ভালো ফল মিলেছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি। শনিবার সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারি পাঠক্রমে ভরতির প্রস্তুতির জন্য রাজ্য সরকার তপশিলি জাতি ও উপজাতি পড়ুয়াদের জন্য অভিনব শিক্ষণের উদ্যোগ নেয়। এর ফলাফল ভালো হয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী টুইটারে কৃতী পড়ুয়াদের অভিনন্দন জানান। তিনি বলেন, ৯৩৯ জন পড়ুয়ার মধ্যে ৩৪৮ জন তপশিলি জাতি ও ৭৬ জন উপজাতি পড়ুয়া জয়েন্ট এনট্রান্সে উত্তীর্ণ হয়েছে। প্রথম হাজারে আছে ৯৫ জন। এছাড়া নিট-এর মাধ্যমে ১২৫ জন ডাক্তারি প্রবেশিকা উত্তীর্ণ হয়েছে। এই ধরনের শিক্ষণ পড়ুয়াদের মধ্যে আরও ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান। এর ফলে আগামী দিনে তারা আরও বেশি সংখ্যায় ইঞ্জিনিয়ার, ডাক্তার সহ বিভিন্ন পেশাদারি ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে বলে তাঁর আশা। প্রসঙ্গত, আগামী সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ও মঙ্গলবার মাদ্রাসা, হাই মাদ্রাসার কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন।
The unique initiative of our government to provide high-end professional coaching to SC/ST students for engineering and medical entrance examinations have yielded great results.
My latest Facebook post >> https://t.co/qu0TV7Njd4
— Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JoRES8
June 09, 2018 at 08:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন