পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি থেকে কয়লা তোলার অনুমতি পেল পশ্চিমবঙ্গ

কলকাতা, ৯ জুনঃ  পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি থেকে কয়লা তোলার অনুমতি পেল পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার টুইট করে এই কথা জানান। তিনি টুইট  করেন, ‘আমার এটা বলতে ভালো লাগছে যে, তিন বছরের অপেক্ষার পর পশ্চিমবঙ্গ বীরভূমের দেওচা-পঞ্চমি-হরিণসিংহ-দেওয়ানগঞ্জ কয়লা গহ্বর থেকে কয়লা তোলার অনুমতি পেল। এর ফলে বীরভূম ও সংলগ্ন জেলায় প্রায় ১ লক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরির সম্ভাবনা রয়েছে। যার ফলে প্রায় ১২,০০০ কোটি টাকা  এই ক্ষেত্রে বিনিয়োগ করা হবে।  বীরভূম ও তার আশপাশের অঞ্চলে আর্থসামাজিক পরিস্থিতি বদলে যাবে এই বিনিয়োগের কারণে’

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xXIkzh

June 09, 2018 at 09:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top