ফেসবুক, হোয়াটসঅ্যাপে কড়াকড়ি শুরু হওয়ার পর গুগল প্লাসের ফায়দা লুটছে জঙ্গিরা

নিউ ইয়র্ক, ১৮ জুনঃ গ্রাহকদের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠতে নানা ধরনের টুল ও অ্যাপ তৈরি করছে গুগল সংস্থা। ইতিমধ্যে তাদের তৈরি টুল গুগল প্লাস দুনিয়ার সর্বস্তরের ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু সম্প্রতি মার্কিন গোয়েন্দা দপ্তর একটি রিপোর্টে জানিয়েছে, গুগল প্লাস সবচেয়ে বেশি ব্যবহার করছে সন্ত্রাসবাদীরা। সাম্প্রতিক কেমব্রিজ অ্যানালিটিকা বিতর্কের পর তথ্য আপলোড করার ক্ষেত্রে বেনজির কড়াকড়ি শুরু করেছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ। হিংসাত্মক ছবি, খবর বা ভিডিয়ো পোস্ট করা বেশ কঠিন হয়ে গিয়েছে এই সব সোশ্যাল নেটওয়ার্কে। এই কারণে, জঙ্গি সংগঠনগুলি ঝুঁকেছে গুগল প্লাসের দিকে। এই টুল ব্যবহার করে তারা হিংসাত্মক ভিডিয়ো ও ছবি ছড়িয়ে দিচ্ছে। এই বিষয়টি গুগলের নজরে আসার পর তারা জানিয়েছে, এ বার তারাও গুগল প্লাসের ব্যবহারে কড়াকড়ির পাশাপাশি নজরদারিও বাড়াবে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MB072D

June 18, 2018 at 11:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top