কলকাতা, ৮ জুনঃ আজ প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। মাধ্যমিকের মতোই উচ্চমাধ্যমিকেও জয়জয়কার জেলার। তবে সমানে পাল্লা দিয়েছে শহরও। মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন কলকাতার পড়ুয়ারাও। মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন জলপাইগুড়ি জেলা স্কুলের গ্রন্থন সেনগুপ্ত (৯৯.২ শতাংশ)। পাঁচ বছরে প্রথম কলাবিভাগে কেউ প্রথম হলেন। ৯৮.৬ শতাংশ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তমলুক হ্যামিলটন স্কুলের ঋত্বিককুমার সাহু । তৃতীয় স্থানে আছেন দুজন। তিমিরবরণ দাস ও শাশ্বত রায়। মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছেন যাদবপুর বিদ্যাপীঠের অর্কদীপ্তা ঘোষ ও অনিমা গড়াই। মেধাতালিকায় তাঁরা রয়েছেন পঞ্চম স্থানে। সপ্তম স্থানে আছেন শিলিগুড়ি গালর্স হাই স্কুলের পড়ুয়া ঋত্বিকা কাঞ্জিলাল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JjK8rQ
June 08, 2018 at 11:13AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন