প্রকাশিত হল পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ফল

কোচবিহার, ৭ জুনঃ  লিখিত পরীক্ষার ৪৯ দিন পর কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের চূড়ান্ত পর্যায়ের ফল প্রকাশিত হল। এদিন বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির প্রথম ব্যাচের (১+১+১) ফল প্রকাশ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এ খবর জানান কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়।

উত্তরবঙ্গের অন্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের ফল আগে প্রকাশিত হওয়ায় খুশি পরীক্ষার্থীরা। বিএ, বিএসসি ও বিকম-এ পাস ও অনার্স মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ৫ হাজার ২৬৪ জন। সামগ্রিকভাবে পাসের হার ৭৩ শতাংশ। বিএ-তে ৯১ শতাংশ, বিএসসি-তে ৯৭ শতাংশ এবং  বিকম-এ ৯২ শতাংশ পাসের হার রয়েছে। এদিন বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ওযেসাইটে (www.cbpbu.ac.in) পরীক্ষার ফল দিয়ে দেওয়া হয়। উপাচার্য বলেন, ‘মার্কশিটে পরীক্ষায় উত্তীর্ণদের ছবি দেওয়া রয়েছে। রয়েছে কিউআর (কুইক রেসপন্স) কোড।’ মার্কশিটে জালিয়াতি রুখতে এই ব্যবস্থা নেওযা হয়েছে বলে উপাচার্য জানান। যাঁরা প্রথম হয়েছেন তাঁরা যদি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তাহলে তাঁদের কাছ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও টাকা নেবে না বলে জানা গিয়েছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xW0Qbq

June 07, 2018 at 11:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top