ঢাকা, ১০ জুন- তথ্যপ্রযুক্তি মামলায় গ্রেফতার হওয়া কণ্ঠশিল্পী আসিফ আকবরের জামিনের শুনানি হয়নি। রোববার (১০ জুন) সকাল ১১টায় ঢাকা মহানগর হাকিম মো. আমিরুল হায়দার চৌধুরীর আদালতে তার জামিনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এদিন সকালে আসিফের আইনজীবীরা জামিনের আবেদন প্রত্যাহার করে নেন। এই তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা তাহেরা বেগম। তিনি বলেন, জামিন শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু নির্দিষ্ট সময়ের আগে আসিফ আকবরের আইনজীবী অ্যাডভোকেট ফারুক মিয়া আবেদন ফিরিয়ে নেন। কিন্তু কি কারণে এই আবেদন ফিরিয়ে নেয়া হল, সে বিষয়ে তিনি কিছু জানাননি। এ বিষয়ে জানতে আসিফের আইনজীবী ফারুক মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। উল্লেখ্য গত ৫ জুন তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হওয়া একটি মামলায় আসিফ আকবরকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলাটি দায়ের করেন সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। এর পরদিন পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন এবং আসিফ আকবরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সূত্র: সারাবাংলা এমএ/ ১১:৫৫/ ১০ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Jqrw9l
June 10, 2018 at 06:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top