মার্কিন টিভি সিরিজ নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের জেরে রবিবার ক্ষমা চেয়েছেন বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া। ওই সিরিজের একটি পর্বে দেখানো হয়েছে ভারতীয় হিন্দু জাতীয়তাবাদীরা পাকিস্তানে সন্ত্রাসী হামলার ছক কষছে। কোয়ান্টিকো নামের ওই গোয়েন্দা সিরিজে এফবিআই এজেন্ট এলেক্স প্যারিস চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা।সিরিজে দেখানো হয় কাশ্মীরে একটি সম্মেলনকে সামনে রেখে ওই হামলা ছক কষছে চরমপন্থী হিন্দুরা। এবিসি চ্যানেলে গত ১ জুন ওই এপিসোডটি প্রচার করা হয়। এই ঘটনার জের ধরে বিক্ষোভ হচ্ছে ভারতে। ব্যানার-পোস্টার নিয়ে রীতিমতো রাস্তায় নেমে গেছে মানুষজন। তারা ভারতে প্রিয়াঙ্কাকে নিষিদ্ধ করারও দাবি তুলেছেন। তাকে প্রতারকও আখ্যা দেয়া হয়েছে। আরও পড়ুন: ফের বাবা হচ্ছেন শাহরুখ! রবিবার এ টুইটে সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা বলেন, কোয়ান্টিকোর সাম্পতিক এপিসোডে কিছু মানুষের অনুভূতিকে আঘাত করেছে সে জন্য আমি খুব দুঃখিত। এমনটা কখনই আমার পরিকল্পনায় ছিল না, থাকবে না। আমি গর্বিত ভারতীয় নাগরিক এবং এ অনুভূতির কখনই পরিবর্তন হবে না। সূত্র: ডেইলি মেইল তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/০৯:০০/ ১০ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HCGR0J
June 10, 2018 at 06:34PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন