বলরামপুর, ৩ জুনঃ পূর্বসূরীর বক্তব্যকেই কার্যত মান্যতা দিলেন পুরুলিয়ার নতুন পুলিশ সুপার। নয়া এসপি আকাশ মেঘারিয়া জানিয়েছেন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বলরামপুরের বিজেপি কর্মী দুলাল কুমার আত্মহত্যাই করেছেন। উল্লেখ্য, বিদায়ী পুলিস সুপার জয় বিশ্বাসও দাবি করেছিলেন, আত্মহত্যা করেছেন দুলাল কুমার। যদিও ময়নাতদন্তের আগেই তিনি কীভাবে এই মন্তব্য করতে পারেন, তা নিয়ে শুরু হয় বিতর্ক। শেষ পর্যন্ত বদলিও করে দেওয়া হয় তাঁকে। নতুন পুলিশ সুপার একই দাবি করলেও, তা মানতে নারাজ বলরামপুরের ডাভা গ্রামের বাসিন্দারা। তাঁদের দাবি, খুন করেই ঝুলিয়ে দেওয়া হয়েছে দুলালকে।
শনিবার সকালে হাইটেনশন তারের পোলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দুলাল কুমারের দেহ। শুক্রবার সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিলেন দুলাল। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি শিবির। বিজেপির দাবি, ত্রিলোচন মাহাতোর পর দুলাল কুমারকেও খুন করেছে শাসকদল। যদিও বিজেপির দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JcFWWA
June 03, 2018 at 11:52AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন