কলকাতা, ৩ জুনঃ টানা পঞ্চম দিন কমল জ্বালানি তেলের দাম। রবিবার সারা দেশে ৯ পয়সা করে কমেছে পেট্রোল ও ডিজেলের দাম। শনিবার কলকাতায় এক লিটার পেট্রোলের দাম হয়েছে ৮০.৭৫ পয়সা। অন্যদিকে, ডিজেল বিক্রি হচ্ছে ৭১.৬৬ পয়সা প্রতি লিটারে। মাঝে তেলের গদাম ক্রমাগত বাড়তে থাকায় নাভিশ্বাস উঠেছিল মানুষের। তেলের সঙ্গে বাড়ে এলপিজি সিলিন্ডারের দামও। কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় বিরোধী দলগুলি। অবশেষে গত সপ্তাহ থেকে দাম কমতে শুরু করে জ্বালানি তেলের। তবে তেলের দাম যতটা বেড়েছিল, তার তুলনায় কমেছে নগন্যই। ফলে আদতে তা সাধারণ মানুষের কতটা কাজে আসবে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LTXw3p
June 03, 2018 at 12:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন